আইন বিষয়ক তথ্য প্রদান ও সহায়তা বিষয়ক একটি প্রতিষ্ঠান । আপনার আইনগত সমস্যায় আমাদের সহায়তা গ্রহণ করুন।
Sunday, November 26, 2023
ঢাকায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা, সি আই ডি কে তদন্তের নির্দেশ
ঢাকায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা, সি আই ডি কে তদন্তের নির্দেশ।
বৃহস্পতিবার, ২৩/১১/২০২৩
অন্যের সম্পত্তি নিজের বলে দাবি ও প্রচারণার মাধ্যমে বিক্রি করে পুনরায় মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে এসি ল্যান্ড এর আদেশ অমান্য করে পিতার নাম পরিবর্তন করে নামজারী আদেশ গ্রহণ, ভূয়া ওয়ারিশ সনদ তৈরি ও প্রাণনাশের ভয়ভীতি ও হুমকী দানের ঘটনায় নতুন হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলাটি হয়েছে। বৃহস্পতিবার ২৩নভেম্বর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মিশকাত শুকরানার আদালতে শাহরিয়ার জামান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এতে গণেশ মন্ডল ,রমেশ মন্ডল ও বাবু মন্ডলকে আসামি করা হয়। আদালত সি আই ডি পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো: আমির উদ্দিন (আমির) এ বিষয়ে মামলার বাদী শাহরিয়ার জামান এর আইনজীবী মো: আমির উদ্দিন (আমির) আইন আদালত নিউজকে বলেন, জাল দলিল ব্যবহার করে মালিকানা দাবির অভিযোগে নতুন হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ভুক্তভোগী মামলাটি দায়ের করেছেন। এটা ঢাকার কেরানীগঞ্জ আমলী আদালতের মামলা। আদালত মামলাটি গ্রহণ করে সি আই ডি কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামীগণ বাদীর সম্পত্তি নিজের বলে দাবি ও প্রচারণার মাধ্যমে জাল দলিলের মাধ্যমে বাদীর পূর্ববর্তীর নিকট বিক্রি করেন, পুনরায় মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে এসি ল্যান্ড এর আদেশ অমান্য করে পিতার নাম পরিবর্তন করে নিজ নামে নামজারী করেন ও প্রাণনাশের ভয়ভীতি ও হুমকী প্রদান করেন
সুপ্রিম কোর্টের আইনজীবী মো আমির উদ্দিন আরও বলেন, আসামীগণ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪(১)(ক)/৪(১)(খ)/৪(১)(ঘ)৫(১)(ক)/৫(১)(খ)/৫(১)(ঘ) ধারা এবং প্রাণ-নাশের হুমকিসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ায় দণ্ড বিধির ৫০৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
ওই সময় তিনি বলেন নতুন আইনে ভূমি প্রতারণা, জালিয়াতি অবৈধ দখলের মামলা ১৮০ দিন বা ৬ মাসের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি ভূমি প্রতারণা, জালিয়াতি, অবৈধ দখলের মতো ১২টি অপরাধ চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি সাত বছরের বিধান রাখা হয়েছে। এ আইনের ফলে ভূমি সংক্রান্ত অপরাধ কমবে এবং জমিজমা সংক্রান্ত মামলাও অনেক কম যাবে বলে তিনি জানিয়েছিলেন।
Subscribe to:
Posts (Atom)