Monday, April 8, 2019

থানায় জিডি ও আপনার করণীয়




★★★জেনে নিন থানায় জিডি ও আপনার করণীয় সম্পর্কে     -

জিডি বা জেনারেল ডায়েরী হলো প্রতিটি থানা ও ফাঁড়ির একটি নির্দিষ্ট  ডায়েরীতে ২৪ ঘন্টার খবর লিখে রাখা। এই ডায়েরীতে থানার বিভিন্ন কার্যক্রম যেমন -আসামী কোর্টে চালান দেয়া,থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমন ও প্রস্থান, কোন কিছু হারিয়ে যাওয়া, কোন ধরণের হুমকি,ভয়ভীতি প্রদর্শন,মামলাযোগ্য নয় এমন কোন ঘটনা,অন্য কোন কারণে নিরাপত্তার অভাব বোধ করলে কিংবা কোন অপরাধের আশঙ্কা করলে,ইত্যাদি লিপিবদ্ধ করা হয়ে থাকে।  এক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি ডায়েরীতে জিডির নম্বরসহ বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকেন,প্রয়োজনবোধে তদন্ত করেন এবং নিরাপত্তার ব্যবস্থা করেন এবং জিডির বিষয়টি মামলাযোগ্য হলে বিষয়টি মামলা হিসেবে কোর্টে দায়ের করেন। আইনগত সহায়তা পাওয়ার জন্য জিডি অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় আদালতে জিডিকে সাক্ষ্য হিসেবেও বিবেচনা করা হয়।
★★ ★জিডিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে:
১. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্বোধন করে থানার নাম ও ঠিকানা,জিডির বিষয়,অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা করলে আশঙ্কার কারণ, হুমকি দিলে হুমকি দেওয়ার স্থান, তারিখ, সময়,ও সংশ্লিষ্ট ব্যক্তি পরিচিত হলে তার নাম,পিতার নাম, ঠিকানাইত্যাদি, সাক্ষী থাকলে তাদের নাম,ঠিকানা ইত্যাদি,অপরিচিত হলে তাদের শনাক্তকরণের বর্ণনা দিতে হবে। এবং  জিডি নথিভুক্ত করে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন, সর্বশেষ জিডিকারীর নাম, স্বাক্ষর, পিতার নাম, পূর্ণ ঠিকানা ও তারিখ লিখতে হবে।
★★★অনলাইন জিডিঃ
পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ দলিল হারানো, বখাটে, মাদক সেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোন অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য (তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন হলে মোবাইল বা অন্য কোন মাধ্যমে সরাসরি ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে হবে)।ছিনতাইয়ের শিকার ব্যক্তি, যখন নিরাপদ অবস্থানে বা তার আবাসস্থলে আছেন (ছিনতাইকারী গ্রেফতার বা মালামাল উদ্ধারের আশায় জরুরী বা তাৎক্ষনিক পুলিশী সাড়ার প্রয়োজন হলে ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সরাসরি ফোনে কথা বলতে হবে। জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকা আছে এমন কোন অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য।গৃহে পারিবারিক  দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ (বা পলায়ন) সম্পর্কে তথ্য। নতুন বা পুরোনো ভাড়াটিয়া সম্পর্কে তথ্য। এজাতীয় ক্ষেত্রে অনলাইনে জিডি করা যেতে পারে বা সরাসরি পুলিশ সদরদপ্তরে ফ্যাক্স বা ই-মেইল করে জিডি করা যায়।অনলাইনে দেশের বাইরে থেকেও জিডি করা যায়।
ই-মেইল: bangladesh@police.gov.bd. ,ফ্যাক্স: +৮৮০-২-৯৫৫৮৮১৮ ,অনলাইনে জিডি করার জন্য www.police.gov.bdসাইটে গিয়ে ‘Citizens help request’ –এ ক্লিক করে জিডি সম্পন্ন করা যায়।
সার্টিফিকেট হারানোর একটি জিডির নমুনা -

বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
...................... থানা
ডিএমপি, ঢাকা। 
বিষয়: এসএসসি সার্টিফিকেট হারানো সংবাদ ডায়েরীভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন। 
মহোদয়,
আমি নিম্ন সাক্ষরকারী আপনার থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে, আমার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট আজ সকাল আনুমানিক ১১ টার সময় ঢাকা কলেজের পাশের রাস্তার একটি ফটোকপি করার দোকান থেকে হারিয়ে গেছে। 
এমতাবস্থায় হারানোর বিষয়টি ডায়েরীভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানাচ্ছি। 
সার্টিফিকেটের বিবরণ:
পরীক্ষার নাম...শিক্ষাবর্ষ...রেজিষ্ট্রেশন নং... রোল নং... 
বিনীত নিবেদক
............................... 

ঠিকানাঃ .................. 

মোবাইলঃ ০১.............
★★★জিডি সম্পর্কিত কিছু সাধারণ তথ্য -

১)জিডির দুটি কপি করা হয়। একটি থানায় সংরক্ষণ করা হয় এবং অন্যটি  জিডিকারীর নিকট  সংরক্ষণের জন্য দেয়া হয়।

২) অভিযোগকারী নিজে জিডি লিখতে পারেন, এবং প্রয়োজনে থানার কোন কর্মকর্তার দ্বারা ও লিখিয়ে নিতে পারেন। 

৩)জিডি করতে থানায় কোনো ফি দিতে হয় না।
   ★★★

সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন,নিজে আইন মেনে চলুন,অন্যকেও আইন মেনে চলতে উৎসাহিত করুন।সবাই আইন ও নিয়ম মেনে চলে একটি সুন্দর সমাজ তথা দেশ ঘটনে অবদান রাখুন।
শেখ মোহাম্মদ  আমির উদ্দিন(আমির)

                                        এডভোকেট,

                                  ঢাকা জজ কোর্ট

প্রধান সম্পাদক, আইন আদালত সবার তরে।

            প্র‍য়োজনে - 01673- 240243,


2 comments:

  1. Bet365 Casino & Promos 2021 - JTM Hub
    Full wooricasinos.info list of Bet365 Casino & Promos · Up 바카라 사이트 to £100 in Bet Credits for new communitykhabar customers at bet365. Min deposit £5. 토토 사이트 Bet Credits available for use upon 출장안마 settlement of bets to value of

    ReplyDelete
  2. স্যার,কেউ মেরে ফেলার হুমকি দিলে আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি কি গোপনে জিডি করতে পারি?
    যেন ঐ ব্যাকতি না জানতে পারে সেভাবে।

    ReplyDelete