জেনে নিন ব্ল্যাকমেইলের শিকার হলে কি করবেন-
***ব্ল্যাকমেইল -- আপনার ব্যক্তিগত এমন কোন তথ্য বা চিত্র যদি কারো কাছে থাকে যেটি প্রকাশ পেলে আপনার সামাজিক মান মর্যাদার হানি হবে এবং সেটি প্রকাশের ভয় দেখিয়ে কেউ যদি আপনাকে ইচ্ছার বিরূদ্ধে কোন কাজ করাতে চায় তাহাই ব্ল্যাকমেইল বলে গন্য করা হয়।
*** ব্ল্যাকমেইলের শিকার হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ
১) মনে রাখবেন আপনার সাথে যা হচ্ছে তাতে আপনি অপরাধী নন,আপনি ভিকটিম,এটা আপনার কোন অপরাধ নয়, মাথা উঁচু রাখুন। আপনার অতীতকে আপনি পেছনে ফেলে এসেছেন, সেটাকে খুঁচিয়ে বের করে কোন কাপুরুষ, বর্বর যদি ফায়দা লুটতে চায় সেটা আপনার দোষ না।
২) দেশের প্রচলিত আইন সম্পূর্ণরূপে আপনার পক্ষে। ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৮৩ ধারা অনুযায়ী যে কোন ধরণের ব্ল্যাকমেইল এক্সটরশন বা চাঁদাবাজি বলে গন্য হবে এবং এর শাস্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড, এবং জরিমানাদন্ড ও দিতে পারে। আর ইন্টারনেট/ফেসবুকের মাধ্যমে কেউ যদি আপনার ক্ষতি করতে চায় সেক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বা ICT (Amendment) Act-2013;অনুযায়ী ৭ বছর থেকে ১৪ বছর পর্যন্ত কারাদন্ড সহ অর্থদন্ডে দন্ডিত হতে পারে, এবং যা একটি জামিন অযোগ্য অপরাধ।
৩) যখন বুঝতে পারবেন আপনি ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন, ভয় না পেয়ে কাছের মানুষজনের সহায়তা নিন এবং পরিবারকে জানান। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে পরিবারকে জানাতে দ্বিধা করেন। জেনে রাখুন, আপনার চরম দুঃসময়ে আপনার পরিবারই আপনার সবচাইতে বড় ভরসা। তাঁরা হয়তো আপনার অতীতের ভুলের কারণে কষ্ট পাবেন, কিন্তু এবং কিছু বকাঝকা করলে ও আপনার সাহায্যে তাঁরা এগিয়ে আসবেন এটা মোটামুটি ১০০ ভাগ নিশ্চিত।
৪) কখনো মনের জোর হারাবেন না বা নিজেকে দোষ দেবেন না। ব্ল্যাকমেইলিং একটি জঘন্য অপরাধ, তথাকথিত সমাজ আপনাকে যতই ছোট করতে চাক না কেন আইন অনুযায়ী আপনি সহায়তা পাবেন। সমাজের মুখোশধারী মুরুব্বিদের চোখ-কপালে তোলাকে অগ্রাহ্য করে অন্যায়ের প্রতিবাদ করুন, আইনের সহায়তা নিন।
এবং
সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন,নিজে আইন মেনে চলুন,অন্যকেও আইন মেনে চলতে উৎসাহিত করুন
শেখ মোঃ আমির উদ্দীন(আমির)
সাধারণ সম্পাদক, ব্লিয়াক
প্রধান সম্পাদক, আইন আদালত সবার তরে।
প্রয়োজনে - ০১৬৭৩২৪০২৪৩
***ব্ল্যাকমেইল -- আপনার ব্যক্তিগত এমন কোন তথ্য বা চিত্র যদি কারো কাছে থাকে যেটি প্রকাশ পেলে আপনার সামাজিক মান মর্যাদার হানি হবে এবং সেটি প্রকাশের ভয় দেখিয়ে কেউ যদি আপনাকে ইচ্ছার বিরূদ্ধে কোন কাজ করাতে চায় তাহাই ব্ল্যাকমেইল বলে গন্য করা হয়।
*** ব্ল্যাকমেইলের শিকার হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ
১) মনে রাখবেন আপনার সাথে যা হচ্ছে তাতে আপনি অপরাধী নন,আপনি ভিকটিম,এটা আপনার কোন অপরাধ নয়, মাথা উঁচু রাখুন। আপনার অতীতকে আপনি পেছনে ফেলে এসেছেন, সেটাকে খুঁচিয়ে বের করে কোন কাপুরুষ, বর্বর যদি ফায়দা লুটতে চায় সেটা আপনার দোষ না।
২) দেশের প্রচলিত আইন সম্পূর্ণরূপে আপনার পক্ষে। ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৮৩ ধারা অনুযায়ী যে কোন ধরণের ব্ল্যাকমেইল এক্সটরশন বা চাঁদাবাজি বলে গন্য হবে এবং এর শাস্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড, এবং জরিমানাদন্ড ও দিতে পারে। আর ইন্টারনেট/ফেসবুকের মাধ্যমে কেউ যদি আপনার ক্ষতি করতে চায় সেক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বা ICT (Amendment) Act-2013;অনুযায়ী ৭ বছর থেকে ১৪ বছর পর্যন্ত কারাদন্ড সহ অর্থদন্ডে দন্ডিত হতে পারে, এবং যা একটি জামিন অযোগ্য অপরাধ।
৩) যখন বুঝতে পারবেন আপনি ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন, ভয় না পেয়ে কাছের মানুষজনের সহায়তা নিন এবং পরিবারকে জানান। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে পরিবারকে জানাতে দ্বিধা করেন। জেনে রাখুন, আপনার চরম দুঃসময়ে আপনার পরিবারই আপনার সবচাইতে বড় ভরসা। তাঁরা হয়তো আপনার অতীতের ভুলের কারণে কষ্ট পাবেন, কিন্তু এবং কিছু বকাঝকা করলে ও আপনার সাহায্যে তাঁরা এগিয়ে আসবেন এটা মোটামুটি ১০০ ভাগ নিশ্চিত।
৪) কখনো মনের জোর হারাবেন না বা নিজেকে দোষ দেবেন না। ব্ল্যাকমেইলিং একটি জঘন্য অপরাধ, তথাকথিত সমাজ আপনাকে যতই ছোট করতে চাক না কেন আইন অনুযায়ী আপনি সহায়তা পাবেন। সমাজের মুখোশধারী মুরুব্বিদের চোখ-কপালে তোলাকে অগ্রাহ্য করে অন্যায়ের প্রতিবাদ করুন, আইনের সহায়তা নিন।
এবং
সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন,নিজে আইন মেনে চলুন,অন্যকেও আইন মেনে চলতে উৎসাহিত করুন
শেখ মোঃ আমির উদ্দীন(আমির)
সাধারণ সম্পাদক, ব্লিয়াক
প্রধান সম্পাদক, আইন আদালত সবার তরে।
প্রয়োজনে - ০১৬৭৩২৪০২৪৩
Good post
ReplyDelete